ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / বৃক্ষমানব আবুলের অপারেশন শনিবার

বৃক্ষমানব আবুলের অপারেশন শনিবার

১৫ ফেব্রুয়ারী, ২০১৬: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আগামী শনিবার ‘বৃক্ষমানব’ নামে পরিচিত আবুল বাজানদারের  হাতে অপারেশন শুরু হবে। তার চিকিৎসার জন্যে গঠিত মেডিক্যাল বোর্ড সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে অপারেশনের মাধ্যমে আবুলের ডানহাতের দুটো আঙ্গুল বের করে আনা হবে। এর ফলাফলের ওপর ঠিক হবে পরবর্তী অস্ত্রোপচার প্রক্রিয়া।

gaach manob1সোমবারের বোর্ড মিটিং নিয়ে আবুল সারাদিন বেশ উদ্বেগের মধ্যে ছিল। কারণ, তাকে এ নিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এতোদিন চিকিৎসা-অস্ত্রোপচার এসব নিয়ে অপেক্ষায় ছিল আবুল। তার রক্ত পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। যেসব পরীক্ষা বাংলাদেশে সম্ভব নয় সেগুলোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাহায্য করতে রাজি হয়েছে। এরই অংশ হিসেবে বাজানদারের রক্তের নমুনা সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।