ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / মাহমুদুরকে নতুন মামলায় গ্রেফতার, রিমাণ্ড আবেদন

মাহমুদুরকে নতুন মামলায় গ্রেফতার, রিমাণ্ড আবেদন

১৫ ফেব্রুয়ারী, ২০১৬: উচ্চ আদালতে জামিন আদেশ বহাল থাকার পরও সহসাই মুক্তি মিলছে না আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতবোমা নিক্ষেপের এক মামলায় গ্রেফতার দেখিয়ে মাহমুদুর রহমানকে হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাহমুদুরের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখার কয়েক ঘণ্টার মধ্যে তাকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম গোলাম নবী আগামী ২২ ফেব্রুয়ারি রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন রেখেছেন বলে আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ১১১ নম্বর কক্ষের ছাত্র কামাল হোসেন ২০১৩ সালের জানুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন সভাপতি আবদুল কাদের জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে মামলার আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজী মোকাররম হোসেন ভবনের উল্টোদিকের রাস্তায় আসামিরা হাতবোমা নিক্ষেপ করলে বাদিসহ কয়েকজন আহত হন।

এটিসহ মাহমুদুরের বিরুদ্ধে বিভিন্ন আইনে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকেই কারাগারে আছেন তিনি। এদিকে ‘সব মামলায়’ জামিন পেলেও নতুন মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানোয় উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে বিএনপি।