ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় বিদেশি নাগরিক জড়িত

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় বিদেশি নাগরিক জড়িত

১৫ ফেব্রুয়ারি, ২০১৬: বাংলাদেশে এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নেবার ঘটনায় বিদেশি নাগরিক জড়িত। বাংলাদেশে ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এই ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন। বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের একটি এটিএম বুথে লাগানো ক্লোজড সার্কিট ক্যামেরায় তার চেহারা ধরা পড়েছে বলে তিনি জানিয়েছেন। তার সাথে একজন বাংলাদেশি ছিল বলেও জানা গেছে। এ ব্যাপারে ব্যাংকটির পক্ষ থেকে থানায় ইতিমধ্যেই মামলা হয়েছে। গত শুক্রবার রাজধানী ঢাকায় কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থেকে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। ক্যাশ মেশিনের সাথে কার্ড ক্লোন করার যন্ত্র বসিয়ে কার্ডের তথ্য চুরি করে এটা করা হয়েছে যাকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক স্কিমিং জালিয়াতি বলে উল্লেখ করছে। শুধু ইস্টার্ন ব্যাংক থেকেই শুক্রবার ২০ জনের বেশি গ্রাহকের এটিএম কার্ড থেকে এভাবে লাখো টাকা অর্থ হাতিয়ে নেবার ঘটনা ঘটেছে। সাহা জানিয়েছেন, যে বুথে ঘটনাগুলো ঘটেছে তারা সেগুলো সরেজমিনে দেখেছেন। এ ধরনের ঘটনা ঘটলে কি করতে হবে সে নিয়ে দেশের ব্যাংকগুলোর জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

এটিএম বুথে এন্টি স্কিমিং ডিভাইস স্থাপনের নির্দেশ

জালিয়াতি রোধে আগামী একমাসের মধ্যে বিভিন্ন তফসিলি ব্যাংকের এটিএম বুথে এন্টি স্কিমিং ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত (ডিএসডি সার্কুলার নং ০১/২০১৬) একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) লেনদেন নিরাপদ ও ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কয়েকটি এটিএম বুথে কার্ড স্কিমিং ও পিন ক্যাপচার ডিভাইস স্থাপন করে গ্রাহকের কার্ডের তথ্য ও পিন নম্বর সংগ্রহ করে জালিয়াতি করে টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এরপরই এ ধরনের নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।