১৪ ফেব্রুয়ারি ২০১৬: যুব বিশ্বকাপে এর আগে মাত্র একবার- ২০০৪ সালে ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে হওয়া সেবারের বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় তারা। তবে এবার আর সে ঘটনার পূনরাবৃত্তি হলো না। সেই বাংলাদেশের মাটিতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতলো ক্যারিবীয়রা। এতে ইতিহাস সৃষ্টি করলো তারা। শিরোপার লড়াইয়ে শক্তিশালী ভারতকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ফাইনালে শক্তিশালী ভারতকে মাত্র ১৪৫ রানে গুটিয়ে দেয় তারা। মামুলি এ টার্গেট সামনে নিয়ে মাত্র ৩ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবীয় যুবারা। কিমো পল ৫২ ও কেসি কার্টি অপরাজিত ৪০ রানে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে তারা ৬৯ রানে অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দল খেলতে পারে ৪৫.১ ওভার। সেমিফাইনালে বাংলাদেশকে হারানোর পর ফাইনালে শক্তিশালী ভারতকে শুরুতেই চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে যাওয়া ভারত ৫০ রানের মধ্যেই হারায় ৫ উইকেট। এরমধ্যে তিনটিই শিকার করেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেপ। তবে ষষ্ঠ উইকেটে লড়াইয়ের চেষ্টা করে তারা। সরফরাজ খান ও মহীপাল যোগ করেন ৩৭ রান। সরফরাজ ৫১ ও মহীপাল ১৯ রানে ফেরার পর এ প্রতিরোধ একেবারে ভেঙে পড়ে। শেষের দিকে রাহুল বোথাম ২১ রান করলেও অল্প রানে গুটিয়ে যাওয়ার লজ্জা এড়াতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজের জোসেপ ও রায়ান জন তিনটি করে উইকেট নেন।
London Bangla A Force for the community…
