১০ ফেব্রুয়ারি ২০১৬: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল থেকেই ঠিক এরকম একটা গুজব বেশ জোরেসোরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এ নিয়ে দেশের বেশ কয়েকটা অনলাইন গণমাধ্যম খবরও প্রকাশ করেছিল যে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হোটেল রুমে সাকিব আল হাসানকে ফোন করে উর্দু ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়।
অবশেষে বিকেল ৩ টার পরে সাকিব নিজেই এই খবরের সত্যটা স্বীকার করে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘হত্যার হুমকি! এখন অবধি আমি নিরাপদ, হ্যাঁ যথেষ্ট নিরাপদ আছি।’ যদিও মিনিট ত্রিশ পরেই স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলতে সাকিব এখন অবস্থান করছেন আরব আমিরাতে। সেখানে দুবাইয়ের খেলা শেষ করে শারজাহ যাওয়ার পরই এই ঘটনা ঘটে।
জানা গেছে, হোটেলে সাকিবের রুমে ফোন করে পিএসএল না খেলে দেশে ফিরে যেতে বলা হয়। উর্দু ভাষায় সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়া হয়। সাকিব প্রথমে মনে করেছিলেন কেউ হয়তো মজা করছে। কিন্তু অপরপ্রান্ত থেকে তার প্রশ্নের কেনো উত্তর না দেয়ায় কিছুটা ভড়কে যান।
সাথে সাথেই সাকিব করাচি কিংসের টিম ম্যানেজমেন্টকে বিষয়টি অবহিত করেন। হোটেল কর্তৃপক্ষকেও ফোন দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সংবেদনশীল হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।