০৮ ফেব্রুয়ারী, ২০১৬: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদল পদবঞ্চিত নেতারা। সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করে পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
জানা গেছে, বিকেলে নয়াপল্টনে সদ্য ঘোষিত ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরাও সেখানে জড়ো হন। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত ছাত্রদল নেতাকর্মীরা কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেল ভাঙচুর চালান। এমনকি একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন তারা। পরে কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের ভেতরে চলে গেলে বাইরে থাকা কর্মীরা ইট-পাটকেল ছোঁড়েন।
এ ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চলাচল করছে যানবাহনও।