০৭ ফেব্রুয়ারী, ২০১৬: রাজধানীর শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় চা দোকানি বাবুল মাতুব্বরকে পুড়িয়ে হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গঠিত তদন্ত কমিটি রোববার তাদের রিপোর্ট জমা দিয়েছে। জনসংযোগ বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন সরদার রিপোর্ট জমা দেয়ার বিষয়টি স্বীকার করলেও কয়জনকে দায়ী করা হয়েছে তা জানাননি। তবে কয়েকটি সংবাদমাধ্যম তাদের নিজস্ব সুত্রের বরাতে জানিয়েছে ওই রিপোর্টে চার পুলিশ সদ্যেকে দায়ী করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ পাওয়ায় ওই চার সদস্যকে দায়ী করে এই রিপোর্ট দেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। আর এই ঘটনার শাহ আলী থানার অফিসার ইনচার্জও (ওসি) দায় এড়াতে পারেন না। তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গঠিত এক সদস্যের তদন্ত কমিটি।
নিহত বাবুলের স্বজনদের অভিযোগ, গেল বুধবার রাতে পুলিশের সোর্স দেলোয়ার হোসেন গুদারাঘাট এলাকায় বাবুলের চায়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় বাবুল তাকে কিছুক্ষণ পরে আসতে বললে তিনি উত্তেজিত হয়ে তার কম্প্রেসার চুলায় লাঠি দিয়ে আঘাত করলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাবুল মিয়ার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে মারা যান বাবুল মাতুব্বর (৫০)। ঘটনার পর পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করে পুলিশ। তার একটি রোববার তাদের রিপোর্ট জমা দিল।