০৬ ফেব্রুয়ারী, ২০১৬: বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রোয়েশিয়া। সেখানকার প্রতিবেদনে বলা হয়েছে, নারী ধূমপায়ীদের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়ে আছে।
ক্রোয়েশিয়ার উইকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়িশিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথের গবেষণা তথ্য থেকে এটি জানা গেছে।নারী ধূমপায়ীদের ক্ষেত্রে বাংলাদেশের পরেই আছে ক্রোয়েশিয়া। ২২টি দেশের মধ্যে ধূমপায়ীদের সংখ্যা সপ্তম স্থানে আছে ক্রোয়েশিয়া। তথ্য অনুযায়ী, ক্রোয়েশিয়ার জনসংখ্যার মধ্যে ৩১ শতাংশ ধূমপায়ীদের বয়স ১৫ বছর। তারা দিনে গড়ে ১৬ টি সিগারেট পান করে। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের তোমিসলাভ বেনজাক বলেছেন, বেকারত্ব ও উচ্চ পর্যায়ের চাপ ধূমপানের অন্যতম কারণ।
ইউরোপীয় ইউনিয়নের ধূমপায়ীদের সংখ্যা কমলেও এখনো সেখানে প্রতি চারজনে একজন ধূমপান করে।
London Bangla A Force for the community…
