০৫ ফেব্রুয়ারী, ২০১৬: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মসজিদ পরিদর্শন নিয়ে মন্তব্য করলেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ফক্স টেলিভিশনে দেয়া সাক্ষাতাকারে তিনি বলেন, ওবামা হয়তো মসজিদেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তিনি বলেন, ‘ওবামার এই পরিদর্শন নিয়ে আমার কিছু বলার নেই। আমরা তো অনেক জায়গাতেই যাই। তবে আমার মনে হয় সে হয়তো মসজিদেই স্বাচ্ছন্দ্যবোধ করে।’
ওবামা খ্রিস্টান নয় অনেকদিন ধরেই এই দাবি করে আসা ট্রাম্প বলেন, মসজিদে ওবামার ভাষণ আদতে দেশকে দুইভাগে বিভক্ত করারই এক উদাহরণ।
তবে ওবামার ধর্ম নিয়ে এমন মন্তব্যই ট্রাম্পের প্রথম নয়। এর অনেক আগেও তিনি এমন মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ওবামা আসলে শুধু যুক্তরাষ্ট্রে জন্মই নিয়েছেন। আর কিছু নয়।
ওয়াশিংটন পোস্ট