০৪ ফেব্রুয়ারী, ২০১৬: পুলিশের লাঠির আঘাতে চুলার ছিটকে পড়া তেলের আগুনে দগ্ধ হয়ে চা বিক্রেতার মৃত্যুর পর রাজধানীর শাহআলী থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার কায়ুমুজ্জামান জানান, পাঁচজনের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও তিনজন কনস্টেবল। তবে তাত্ক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
দগ্ধ চা বিক্রেতা বাবুল মাতুব্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আগুনে তার শরীরে ৯০ ভাগ পুড়ে গিয়েছিল।
বাবুলের ছেলে রাজু জানান, কনস্টেবল দেলোয়ার পুলিশের এক সোর্সকে নিয়ে ফুটপাতে তার দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে দোকানের চুলায় সজোরে আঘাত করেন দেলোয়ার। এতে স্টোভ বিস্ফোরিত হয়ে বাবুল দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান বাবুল। এ ঘটনা তদন্তে বৃহস্পতিবার পুলিশের মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি কাইমুজ্জামান খানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে বাবুলের পরিবার। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
অবশ্য অভিযোগ অস্বীকার করে থানা থেকে বলা হয়েছে, পুলিশ নয়, সোর্স দেখে পালাতে গিয়ে বাবুল দগ্ধ হন। বাবুল নিজেও মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশের অভিযোগ।