লেবার লিডার জেরিমি করবিন তার শ্যাডো ক্যাবিনেট থেকে সম্প্রতি দুইজনকে বহিস্কার করেছেন। দলীয় শৃঙ্খলা ও নেতার প্রতি আনুগত্য না থাকায় শ্যাডো কালচার সেক্রেটারী মাইকেল ডুগার এবং শ্যাডো ইউরোপ মিনিস্টার প্যাট মেকফডেনকে বাহিস্কার করা হয়। এছাড়াও জেরিমি করভিনের নিউক্লিয়ার ওয়াপেন পলিসির নিয়ে দ্বিমত থাকায় মারিয়া ইগলকে শ্যাডো ডিফেন্স সেক্রেটারী পদ থেকে সরিয়ে কালচার কালচার সেক্রেটারী করা হয়েছে। ডিফেন্স পদে নিয়োগ পেয়েছেন এন্টি নিউক্লিয়ার মতদর্শী ইজলিংটনের এমপি এ্যামেলি থানবেরীকে। এদিকে শ্যাডো কালচার সেক্রেটারী মাইকেল ডুগারের সহকারী ছিলেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক এমপি। মাইকেল ডুগারের বহিস্কারের মধ্য দিয়ে পদ হারালেন টিউলিপ।
উল্লেখ্য টিউলিপ সিদ্দিক শ্যাডো কালচার সেক্রেটারী মাইকেল ডুগারের সহকারী হিসেবে রাজনৈতিক নিয়োগ পেলেও তৎক্ষালীন সময়ে কিছু নাম সর্বস্ব অনলাইন পত্রিকা এমনকি বাংলাদেশের কয়েকটি জাতীয় পত্রিকাতেও টিউলিপকে শ্যাডো মিনিস্টার হিসেবে প্রচারনা চালানো হয়।
London Bangla A Force for the community…
