মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের সময় ফাঁসির মঞ্চে তারা কোনো রিঅ্যাক্ট করেননি বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ-ডিবির ডেপুটি কমিশনার (ডিসি, নর্থ) শেখ নাজমুল আলম।
শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে তিনি এ কথা জানান।
শেখ নাজমুল আলম বলেন, পাশাপাশি একই সঙ্গে তাদের ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। তারা কোনো রিঅ্যাক্ট করেননি। বিড়বিড় করে সুরা পড়তে পড়তে মঞ্চে উঠে যান এবং রায় কার্যকর করা হয়।
এদিকে, রাত ১টা ৫০ মিনিটের দিকে জেল সুপুর জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, রাত ১২টা ৫৫ মিনিটে একই সঙ্গে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অনেকেই বিভিন্ন সময়ের কথা বলছেন কিন্তু সময়টা হলো রাত ১২টা ৫৫।
আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মালিক মৃধা দুইজনের মৃত্যু নিশ্চিত করেন। পরে তাদের মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়।
রাত সাড়ে ১২টার দিকে তাদের তওবা পড়ান জেলখানা মসজিদের ইমাম মাওলানা মুনির আহমদ।