সাবেক বিচারপতি এ এইচ এম সামছুদ্দিন চৌধুরীর মানিকের উপর আবারো লন্ডনে অর্তকিত হামলা চালিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা। বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইর্য়ক হলে দুর্গাপূজা পরিদর্শন শেষে বাড়ী ফেরার পথে কথিপয় যুবক তার উপর হামলা চালায়। এসময় তিনি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলার কিছুক্ষনের মধ্যেই ঘটনা স্থলে পুলিশ পৌছায়।
এব্যাপারে আরো বিস্তারিত জানতে বিচাপরপতি সামছুদ্দিন চৌধুরী মানিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এর আগে ২০১২ সালের ২৭ জুন বুধবার লন্ডনে তার বাড়ীর সামনে হামলা করা হয়। এবারো একই দিন বুধবার প্রায় একই সময়ে হামলা চালিয়েছে দুবৃত্তরা।
[Adverts]
London Bangla A Force for the community…
