৫ অক্টোবর ২০১৫: হঠাৎ করেই যেন শঙ্কার মুখে পড়ে গেছে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট এর ভবিষ্যৎ। অনেকটা হুট করেই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফর নিয়েও জমেছে শঙ্কার মেঘ।
এরই মাঝে আকস্মিক ছুটি নিয়ে দেশে ফিরে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই ইংলিশ ও অজি কোচ রিচার্ড হ্যালসাল ও স্টুয়ার্ট কারপিনেন। ইংল্যান্ডের রিচার্ড হ্যালসাল বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট কারপিনেন। সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আপাতত হচ্ছে না। আর হাই পারফরমেন্স ইউনিটেও আপাতত ব্যস্ততা নেই। তার এ দুই কোচকে সাধারণ ছুটি দেয়া হয়েছে।