০৫ অক্টোবর, ২০১৫: অস্ট্রেলিয়ার পর নিরাপত্তার অজুহাতে এবার বাংলাদেশ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল প্রোটিয়াদের।
ক্রিকেট সাউথ আফ্রিকার ঊর্ধ্বতন এক কর্মকর্তা ফোনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে এই সফর স্থগিতের কথা জানিয়েছেন।
আগামী কয়েক মাস বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশ সফরের বিষয়ে সিদ্ধান্ত জানাবে তারা।
London Bangla A Force for the community…
