৫ অক্টোবর ২০১৫: পাবনার ঈশ্বরদীতে ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের গির্জার ফাদার লুৎ সরকারকে (৫২) গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ঈশ্বরদী বিমানবন্দর রোডে তার বাসার ড্রইংরুমে এ ঘটনা ঘটে। তার স্ত্রী জানান, সকাল ৯টার দিকে তিনি ধর্মগ্রন্থ পাঠ করছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক বাসায় ঢুকে। ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে বসে পড়েন তারা। স্ত্রী অন্য রুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ করে তার গলায় ছুরিকাঘাত করে। পরে স্ত্রী রুমে এসে পড়লে ওই যুবকরা দৌঁড়ে পালিয়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার গলায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
London Bangla A Force for the community…
