১২ সেপ্টেম্বর ২০১৫: ১২ সেপ্টেম্বর ২০১৫: সৌদি আরবের মক্কায় আল হারাম মসজিদে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে ক্রেন ছিঁড়ে পড়ে ১৫৪ জন নিহত এবং অন্তত ৮০ জন আহত হয়েছেন। শুক্রবার মাগরিবের নামাজের আগে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশী, ৩ জনের অবস্থা গুরতর জানিয়াছেন সৌদি রাষ্ট্রদূত।
বিবিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ভিডিওর মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।
ভিডিও ফুটেজে দেখা যায় যে, মক্কার এ মসজিদের ছাদে একটা বিশাল আকৃতির ক্রেন ছিঁড়ে পড়ে। এরপর আশেপাশে থাকা মানুষজন চারদিকে ছোটাছুটি শুরু করে।
কিছুদিনের মধ্যেই মক্কায় হজ শুরু হবে যা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। হজের আগেই এতো বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে সৌদি আরবকে।
London Bangla A Force for the community…
