সিলেটের অন্যতম বৃহত বেসরকারী আবাসিক প্রকল্প ‘অপরূপা হাউজিং প্রাইভেট লিমিটেড’ এর প্লট ক্রেতাদের দলিল হস্তান্তর অনুষ্ঠান গত ১লা সেপ্টেম্বর মঙ্গলবাার অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের মন্ট্রিফিউরি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা ক্ষেত্রে সফলতার মূল বিষয় হল সততা। সততার সাথে ব্যবসা করলে ইহ-পরকালের কল্যান সাধনের পাশাপাশি দেশ ও জাতির ভবিষ্যৎ আলোকিত হয়। বক্তারা দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশে সঠিক ব্যবসায় বিনিয়োগ করার আহবান জানিয়ে বলেন, প্রকৃত ব্যবসায়ী এবং প্রকৃত ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ী বিনিয়োগ করলে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন সম্ভব। বক্তারা অপরূপা হাউজিংকে একটি মডেল প্রকল্প উল্লেখ করে এ সাফল্য কামনা করেন।
মুহাম্মদ মিয়া আব্দুল বারী’র সভাপতিত্বে জাকির হোসাইন পারভেজ এর পরিচালনা এবং অপরূপা হাউজিং এর ম্যানেজিং ডিরেক্টর রায়হান উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারমম্যান আবু জাহেদ, টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলার মো: আয়াছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জেএমজি এয়ারকার্গোর ম্যানেজিং ডিরেক্টর মনির আহমদ, অপরূপা হাউজিং এর ইউএস এ ডেভেলাপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদ আহমদ, সদস্য হাসিনা বেগম, ব্রিকলেইন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ মিয়া, বিশিষ্ট সমাজসেবী খোয়াজ আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জমির উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান শাহর আলী ইমরান, প্লট গ্রহীতা রওশন অরা চৌধুরী, অপরূপা হাউজিং এর ফাইন্যান্স ডাইরেক্টর সৈয়দ সেলিম আহমদ, গিয়াস উদ্দিন দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে অপরূপা ডাইরেক্টরিয়াল বডির পক্ষ তেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রেজাউল কবির রাজা।