১৮ আগস্ট ২০১৫: হাজারীবাগে মোবাইল চুরির অপবাদে পিটিয়ে কিশোর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. আরজু মিয়া র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার রাতে আরজুকে আটক করার পর তাকে নিয়ে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযানে গেলে বেড়িবাঁধের কাছে বাড়ুইবাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত আরজু হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি। চুরির অভিযোগে কিশোর মো. রাজা (১৬) হত্যার ঘটনায় তার বোনরে দায়ের করা মামলায় আরজু মিয়া এক নম্বর আসামী বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।
প্রসঙ্গত সোমবার রাজা মিয়া হত্যার পর তার স্বজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয় বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় ছাত্রলীগ নেতা আরজু। এরপর আরজুর বাসায় মোবাইল চুরির অভিযোগে মারধর করে অজ্ঞান অবস্থায রাজা মিয়ার বাসার সামনে ফেলে রেখে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় রাজা মিয়ার।