লন্ডনের এসেক্স এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২শ কেজি কোকেইন আটক করেছে মেট পুলিশ। যার অর্থমূল্য প্রায় ৭০ মিলিয়ন পাউন্ড বলে ধারণা করা হচ্ছে। মেট পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স টিম জানিয়েছে, এসেক্সের টিলবারি ডক এলাকার এ ১০৮৯ রোডে সাদা রংয়ের একটি ভ্যানের বুট থেকে কোকেইনগুলো আটক করা হয়। এগুলো লন্ডনের বাইরে কোথায় ডেলিভারি দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। এ সময় ২৯ বছর বয়সী ভ্যান ড্রাইভারকেও আটক করা হয়। সে এসেক্সের বাসিন্দা। অবৈধ ড্রাগ বিক্রির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। হোয়াইট ভ্যান থেকে ৪৫, ২৪ বছরের আরো দুই পেসেঞ্জারকে আটক করে পুলিশ। তবে তাদের নির্ধারিত কোনো ঠিকানা পাওয়া যায়নি। এ অভিযানের অংশ হিসাবে পুলিশ এসেক্সের একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো ৩জনকে আটক করে। তাদের বয়স যথাক্রমে ৩১, ৪০, ৪৭ বছর। এছাড়াও ক্লাশ এ ড্রাগ সাপ্লাইয়ের অভিযোগে ৩০ বছরের এক মহিলা এবং ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সন্দেহভাজন গ্রেফতারকৃতদের ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
London Bangla A Force for the community…
