ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / মুখ ঢেকে ঈদের নামাজ আদায় করেছেন হাশিম আমলা

মুখ ঢেকে ঈদের নামাজ আদায় করেছেন হাশিম আমলা

amla১৮ জুলাই ২০১৫: দক্ষিণ অফ্রিকা ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক হাশিম আমলা মুখ ঢেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ আদায় করেন। শনিবার ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় এ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

হাশিম ছাড়াও একই মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বাংলাদেশ টেষ্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও খেলোয়াড় মাহমুদ উল্যাহ রিয়াদসহ ক্রিকেট জগতের আরো কয়েক কর্মকর্তা।

সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডলসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও ওই মসজিদে নামাজ পড়েন।

সকাল ৮ টা ২৫ মিনিটের দিকে হাশিম আমলা,  মুশফিক ও মাহমুদুল্লাহকে ঈদের জামাতে অংশ নেয়ার জন্য পুলিশ লাইন মসজিদে আসতে দেখা যায়।এরমধ্যে হাশিম আমলার পরণে ছিল লম্বা আলখাল্লা ও মাথায় ছিল পাগড়ি। গাড়ি থেকে নামার সময় পাগড়ির লেজ দিয়ে তিনি মুখ ঢেকে নিয়েছিলেন।

এসময় সেখানে উপস্থিত সাংবাদিকরা  ছবি তুলে গেলে দক্ষিণ অফ্রিকান ক্রিকেট দলের এক কর্মকর্তা ইংরেজিতে বলেন, ‘এটাতো ঈদের নামাজ, এখানে ছবি তুলতে হবে কেন?’

দক্ষিণ অফ্রিকার ক্রিকেট দলের কর্মকর্তাদের তৎপরতায় সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারাও সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন।

দক্ষিণ আফ্রিকা দলে তিনজন মুসলিম রয়েছেন। তাদের মধ্যে টেস্ট অধিনায়ক হাশিম আমলা ও স্পিনার ইমরান তাহির এবং দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি।