১৮ জুলাই ২০১৫: একটা কাক মারলে, চারপাশ থেকে হাজারটা কাক চলে আসে। হনুমান মারলে বা মরলে, জড়ো হয়ে যায় এক দঙ্গল। তা বলে, সাপও! হ্যাঁ, তেমনটাই হয়েছে যশোরের অভয়নগরের গাজিপুর গ্রামে, মোকাদ্দেস মোল্লার বাড়িতে।
সাপ মেরে এখন বেকায়দায় গোটা পরিবার। পাঁচ দিন ধরে ঘরের ত্রিসীমানায় পরিবারের কেউ পা রাখতে পারেননি। ঢোকার যে চেষ্টা করেননি, তা নয়। কিন্তু, সে ঘর এখন সাপেরই দখলে। প্রাণের ভয়ে তাই ঘরছাড়া মোকাদ্দেস মোল্লার পরিবার।
মোকাদ্দেস মোল্লার ছেলে তারিকুল জানান, সোমবার সকালে বাড়ির পাঁচিলে সাপ বাইতে দেখে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। তার আধ ঘণ্টা পরে, সেখান দিয়ে আর একটি সাপকে যেতে দেখেন তারিকুল। এর কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়িতে ২০-২৫টি সাপ জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে, বাড়িতে থাকার কেউ ঝুঁকি নেননি। বাড়িতে সাপ জড়ো হয়েছে শুনে, কৌতূহলে গ্রামের অনেকেই দেখতে আসেন। কিন্তু, তাঁরাও ভয়ে ঘরে ঢুকতে সাহস পাননি। প্রত্যক্ষদর্শী কাউন্সিলর মুজিবর রহমানের প্রতিক্রিয়া, সত্যিই আজব ব্যাপার!
সূত্র : নয়াদিগন্ত