ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ভারত

জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ভারত

zimba১৭ জুলাই ২০১৫: জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজে স্বাগতিকদের ধরাশায়ী করে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারতীয় দল টি২০ সিরিজের শেষ ম্যাচে ১০ রানের পরাজয় বরণ করেছে। ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের এটা প্রথম টি২০ জয়। ফলে টি২০ সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে দল ওপেনার চামু চিভাবার ৫১ বলে ৯ বাউন্ডারিতে তোলা ৬৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে তোলে ১৪৫ রান। চিভাবার পরে দ্বিতীয় সর্বোচ্চ রান আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার ১৯ এবং তৃতীয় সর্বোচ্চ রান শিন উইলয়ামসের ১৭।

ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ও মোহিত শর্মা দুটো করে এবং স্বন্দীপ শর্মা, স্টুয়ার্ট বিনি ও মুরালি বিজয় একটি করে উইকেটের দেখা পান।

জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে জিহম্বাবুইয়ান বোরারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রানে থেমে যায় ভারত।

জিম্বাবুয়ের হয়ে গ্রায়েম ক্রিমার একাই ভারতের তিনটি উইকেটের পতন ঘটান। ভারতের হয়ে সর্বোচ্চ রান রবিন উথাপ্পার ৪২।

ম্যাচ সেরা এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন জিম্বাবুয়ের চামু চিভাবা।