ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / জনপ্রশাসন মন্ত্রী হলেন সৈয়দ আশরাফ

জনপ্রশাসন মন্ত্রী হলেন সৈয়দ আশরাফ

দপ্তরবিহীন মন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। গত ৯ ই জুলাই দপ্তরবিহীন হওয়ার সাত দিনের মাথায় প্রশাসনের সবচেয়ে ক্ষমতাবান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হল তাকে। কিছুক্ষণের মধ্যে তাকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রি পরিষদ বিভাগ। গত ৭ ই জুলাই একনেক বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৯ জুলাই অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এরপরই ১৫ জুলাই পরিবারের সঙ্গে ঈদ করতে সৈয়দ আশরাফ যুক্তরাজ্য যাওয়ার বিষয়টি সামনে চলে আসে। এছাড়া ১৪ জুলাই মন্ত্রিসভার কলেবর বাড়ানোর শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন না। এরপরই আওয়ামী লীগের বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়। প্রধানমন্ত্রী ডেকে সৈয়দ আশরাফের সঙ্গে কথা বলেন। এসব নানা ঘটনার পর প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো তাকে।

[Adverts]