ছলিয়া ছলিয়া(টশন), ইটস রকিং(কেয়া লভ স্টোরি হ্যায়), ফেভিকল(দাবাং টু), মুসকানে ঝুটি হ্যায়(তলাশ)…যখনই করিনা তখনই গান হিট। করিনার আইটেম মানেই ছবির একস্ট্রা অ্যাডভান্টেজ। সেটা আরও একবার প্রমাণ করল করণ মলহোত্রার আগামী ছবি ব্রাদার্সে করিনার আইটেম নম্বর মেরা নাম মেরি হ্যায়।
সোনালি পোশাকে করিনার আইটেম নম্বর ইউটিউবে রিলিজ হতেই উপচে পড়েছে লাইক, শেয়ার। বক্সিং রিংয়ে দুই ভাইয়ের লড়াই নিয়ে ছবি ব্রাদার্স। দুই ভাইয়ের চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মলহোত্রা। ছবিতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, জ্যাকি শ্রফ, শেফালি শাহ।
আগামী ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ব্রাদার্স।
দেখুন করিনার মেরি,
London Bangla A Force for the community…
