লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক দিনমজুর ও বিধবাকে বাঁশঝাড়ে বেঁধে বুধবার রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে গ্রাম্য মাতব্বররা। ওই এলাকার আলিমুদ্দিনের পুত্র রফিকুল ইসলাম ও তফিজুল ইসলাম স্ত্রী শিউলী জানান, বুধবার রাতে রফিকুল পাওনা টাকার জন্য শিউলীর বাড়িতে আসে। এসময় ওই এলাকার লান্টু, সাবেদ, শাহিন ও ফরিদসহ কয়েকজন গ্রাম্য মাতব্বর পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল ও শিউলীর বিরুদ্ধে কথিত দৈহিক মেলামেশার অভিযোগ এনে আটক করেন। পরে তাদের দুইজনকেই দড়ি দিয়ে বাঁশঝাড়ে বেঁধে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।
মায়ের নির্যাতন দেখে শিশু আরিফ এগিয়ে এলে তার উপরও অমানবিক নির্যাতন চালায় ওই মাতব্বররা। এলাকার লোকজন রফিকুল-শিউলীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে চায় কিন্তু ওই মাতব্বররা তাতেও বাঁধা দেয়।
একাধিক বার যোগাযোগ করা হলেও অভিযুক্ত ওই মাতব্বরদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ডের সদস্য ছলিমুদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম। তাদের ছেড়ে দিতে বলেছি। কিন্তু ওই এলাকার কয়েকজন মাতব্বর তাদের ছেড়ে দিতে দেয় নাই।
হাতীবান্ধা থানার ও সি আব্দুল মতিত জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
i want the proper judge of all killer RAJON .