৭ জুলাই ২০১৫: আগের ম্যাচে তাও দক্ষিণ আফ্রিকাকে ১৪৮ রানে বেঁধে ফেলা গিয়েছিল। এবার সেটাও হল না। আর ব্যাটিংয়ে সেই আগের ম্যাচের আত্মহত্যা চললো। ফলাফল, আবারও বড় বিপর্যয়; আবারও বড় হার। টানা দুই ম্যাচে হেরে আবারও যেন ফিরে আসলো পুরনো বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে গিয়ে ৪ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯.২ ওভরে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৩১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
১৭০ রানের টর্গেটে ব্যাটে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও সৌম্য সরকার ৫.৫ ওভারে ৪৬ রান তোলেন। তামিম ইকবাল ১৮ বলে ব্যক্তিগত ১৩ রানের পর স্যৌম্য সরকার ২১ বলে ৩৭ রানে ফেরেন। তবে এরপর আর কেউ উইকেটে দাঁড়াতে পারেনি। একে এক সাকিব আল হাসান ৮, সাব্বির রহমান ১, মুশফিকুর রহীম ১৯ ও নাসির হোসেন কোনো রান না করেই ফেরেন। শেষ দিকে মাশরাফি ৮ বলে ১৭ রান করে লাড়াইয়ের ইঙ্গিত দেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয় নি। তবে অভিষিক্ত রনি তালুকদার ২২ বলে ২১ রান করেন।
এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করা সফরকারী দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৬৯ রান। শুরু থেকেই মারমুখি ব্যাট করেন আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স।
London Bangla A Force for the community…
