২৯ জুন ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশগত কোন ক্ষতি হবে না। তেমনটা হলে তিনি এই বিদ্যুতকেন্দ্র করার সিদ্ধান্ত নিতেন না বলেও দাবি করেছেন তিনি।
সোমবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘সুন্দরবনকে রক্ষা করা, দেশকে রক্ষা করা আমার দায়িত্ব। কারণ এটা আমাদের দেশ। এখানে আমার বেশি দরদ থাকবে এটাই স্বাভাবিক। অন্য কারো এর বেশি দরদ থাকবে – এটা আমি বিশ্বাস করি না। কথায় বলে মায়ের পোড়ে না, পোড়ে মাসির।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আজকে যদি সত্যিই সেখানে ক্ষতি হতো তাহলে আমি সেটা করতে যেতাম না। এক শ্রেণির মানুষ আছে যারা অযথা চিল্লাচিল্লি করে। সত্যিকারের উন্নয়ন তাদের ভালো লাগে না। দিনাজপুরেই তো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে ‘
এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে দিনাজপুর, সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে। প্রকৃতির কি ক্ষতি সেখানে হয়েছে। কোন ক্ষতি কেউ দেখাতে পেরেছে কি?’
London Bangla A Force for the community…
