নাজমুল হোসেনঃ পূর্ব লন্ডনের হোয়াইটচেপেলে অবস্থিত যুক্তরাজ্যের সর্ববৃহৎ মসজিদ ইষ্ট লন্ডন মসজিদের প্রধান ফটকের বাইরে শনিবার তারাবির নামাজের সময় হাতে বোমা বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এ ঘটনার পরীক্ষা নীরিক্ষা ও তদন্ত করছে। এই রির্পোট লেখা পর্যন্ত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ইষ্ট লন্ডন মসজিদের পক্ষ থেকে ভোর রাতে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার রাতে মসজিদের বাইরে একটি ছোট দুঘটনা ঘটেছে যা পুলিশ তদন্ত করছে। তবে বোমা হামলার হুমকি কিংবা বোমা বিস্ফোরনের মত কিছু ঘটেনি। তারা পুলিশী তদন্ত ছাড়া এধরনের অসত্য কোন গুজব না ছড়ানো থেকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।
তবে ঐ এলাকায় অবস্থানরত একজন মারফত জানা যায়, কেউ একজন কিছু কাগজ কেটে ইষ্ট লন্ডন মসজিদের সামনে ছুড়ে মেরে পালিয়ে যায়। সাথে সাথে চারিদিকে তৈরী বোমা বিস্ফোরণের ভীতি ছড়িয়ে দেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে তারাবীতে আসা মুসল্লীদের মধ্যে বোমাতঙ্ক ছড়াতেই এ কাজ করা হয়েছে।