
এরআগে, আদালতে শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া।
২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ওই টিভি চ্যানেল তিনটি বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের উক্ত বেঞ্চ। রুলে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়।
এরআগে, ওই বছরের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে ভারতীয় চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন করা হয়।