২৮ জুন ২০১৫: ঘটনার সূচনা হয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ক্রিকেটার নাসির হোসেনের নিজের বাড়িতে যাওয়ার পথে। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে তিনি বোনের সাথে একটা সেলফি তুলে আপলোড করেছিলেন।
আর এরপরই শুরু হয় কিছু সমর্থকদের আপত্তিকর মন্তব্য। আর তার জের ধরে নাসির হোসেন অনেকটা বাধ্য হয়েই ছবি সরিয়ে নেন এবং একটা পোস্ট দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
আর এবার তার পাশে এসে দাঁড়ালেন সীমিত ওভার ক্রিকেটে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সমর্থকদের বাজে আচরণের প্রতিবাদ জানিয়ে, ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ‘কান্ট্রি রেস্ট্রিকশন দিয়েছেন। এর অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহারকারী কেউই মাশরাফির পেজে ঢুকতে পারবেন না। রবিবার সকাল ১১টার পর থেকেই তার পেজের লিংকে ঢোকা যাচ্ছে না।
London Bangla A Force for the community…
