বিউটিফুল বাংলাদেশ ‘স্কুল অব লাইফ’ ১০ মিনিটের তথ্যচিত্রের পরিচালক হিসেবে পোল্যান্ড ট্যুরিজম ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কার নিয়েছিলেন মইনুল হোসেন মুকুল। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে এর মূল নির্মাতা প্রতিষ্ঠান সংবাদ সম্মেলন করেছেন ৷
২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয়েছিল প্রামাণ্যচিত্র বিউটিফুল বাংলাদেশ। সে সময় টেলিভিশনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর নির্মাতা হিসেবে নাম ছিল গাজী শুভ্রর। কিন্তু চার বছর পর নিজেকে প্রামাণ্যচিত্রটির নির্মাতা দাবি করেন লন্ডনে বসবাসরত মইনুল হোসেন মুকুল। বিষয়টি জেনে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রামাণ্যচিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান রেড ডট মাল্টিমিডিয়া।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গত ২৩ জুন মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে রেড ডট মাল্টিমিডিয়া লিমিটেড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ডট মাল্টিমিডিয়ার চেয়ারম্যান জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমস, ব্যবস্থাপনা পরিচালক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা গাজী নুরুদ্দিন আহমেদ শুভ্রসহ আরও অনেকে।
দেখুন তাদের বক্তব্য:
London Bangla A Force for the community…
