ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / মুস্তাফিজ, সাকিবের পর মাশরাফির আঘাত

মুস্তাফিজ, সাকিবের পর মাশরাফির আঘাত

cric২৪ জুন ২০১৫: বাংলাদেশ-ভারত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের তিন উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে তিন উইকেটে ভারতের সংগ্রহ ১৬৬ রান। সর্বশেষ শেখর ধাওয়ানের উইকেট নিলেন মাশরাফি।

এর আগে বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। রোহিত শর্মা আউট হওয়ার পর শেখর ধাওয়ানকে নিয়ে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টায় ছিলেন কোহলি। কিন্তু তা হতে দেননি সাকিব। ব্যক্তিগত ২৫ রানে ফিরে গেছেন কোহলি। ভারতের স্কোর ২০ ওভারে ২ উইকেটে ১১৪। ধাওয়ান ৫৫ রানে ক্রিজে রয়েছেন।
এর আগে ভারতের ওপর প্রথম আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। সপ্তম ওভারের শেষ বলে তার শিকার হয়ে ফিরে গেছেন রোহিত শর্মা। তিনি ২৯ রান করেছিলেন ২৯ বলে। ভারতের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৩৯ রান।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আরাফাত সানি।

তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম দুটিতে জিতে এর মধ্যেই সিরিজ নিশ্চিত করেছে মাশরাফি-মুস্তাফিজরা। আর তারা ভারতকে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে চায়।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটল দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, অশ্বিন, কুলকারনি ও উমেশ যাদব।