২৪ জুন ২০১৫: জেলার নাগরিক আন্দোলনের নেতা ও নিহত কিশোরপুত্র ত্বকীর বাবা রফিউর রাব্বিকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন-উর রশিদ চেক প্রতারণার মামলায় রফিউর রাব্বীকে এ সাজা দেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের মামা শ্বশুর শহরের উত্তর চাষাঢ়া এলাকার জালাল উদ্দিন ২০১০ সালে জুলাই মামলাটি দায়ের করেছিলেন। মামলায় রফিউর রাব্বির বিরুদ্ধে ৭৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগ করা হয়।
রায় ঘোষণার পর বাদীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রউফ সাংবাদিকদের বলেন, আদালতের করা দুই কোটি ১০ লাখ টাকা জরিমানার মধ্যে ১ কোটি ৪০ লাখ টাকা মামলার বাদীকে দিতে হবে। অবশিষ্ট টাকা জমা দিতে হবে সরকারি কোষাগারে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
London Bangla A Force for the community…
