১৫ অক্টোবর ২০১৪: পদচ্যুত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ এই গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন। আদালতে হাজির না হওয়ায় এ দিন মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। পবিত্র ইসলাম ধর্মের ওপর সরাসরি আঘাত এবং প্রধানমন্ত্রী পুত্র জয়কে নিয়ে কটূক্তি করায় এডভোকেট শাহ আলম বাদী হয়ে ২রা অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত আজ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
London Bangla A Force for the community…
