১৫ অক্টোবর ২০১৪: সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে আসার পক্ষে কোন প্রমাণ পায় নি ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। তারা এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে যে, ওই ফান্ডের অর্থ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করতে পাঠানো হয়েছে জামায়াতে ইসলামীর কাছে। তৃণমূল কংগ্রেস দলীয় নেতা ও রাজ্য সভার এমপি আহমেদ হাসান ইমরানের মাধ্যমে এ অর্থ স্থানান্তর হয়ে থাকতে পারে বলে সন্দেহ করে ভারতের বিভিন্ন মহল। এ ঘটনার পর সিবিআই এ দুর্নীতির বিষয়ে তদন্ত করে। এরপর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, সারদা গ্রুপের অর্থ বাংলাদেশে কোন সন্ত্রাসী গ্রুপের কাছে স্থানান্তরের কোন ইঙ্গিত পায় নি তারা। সিবিআই সূত্রগুলো বলেছেন, তারা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন। তাতে পরিস্কার বলা হয়েছে, তারা বাংলাদেশে অর্থ স্থানান্তরের কোন প্রমাণ পান নি। কেন্দ্রীয় সরকােেরর নির্দেশে এ তদন্ত করে সিবিআই। এতে তারা বলেছেন, জামায়াতে ইসলামী সহ যেকোন সন্ত্রাসী জঙ্গি গ্রুপের কাছে অর্থ যাওয়ার কোন ঘটনা তাদের চোখে পড়ে নি। তবে এখনও তদন্ত চলছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা যাবে না। এক কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী যোগাযোগের সব বিষয়ে আমরা অবগত নই। আমাদের তদন্তে যা এখন পর্যন্ত পাওয়া গেছে তার সার সংক্ষেপ হলো এটা। আমরা যদি সন্দেহজনক কিছু পাই তাহলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবো। তবে এক্ষেত্রে তারা কিছু বাধার সম্মুখিন হয়েছেন। কারণ, সারদা গ্রুপের অফিস থেকে কিছু একাউন্ট বই সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। সারদা গ্রুপ বলছে, খবর প্রকাশিত হওয়ার পর লোকজন তাদের অফিসে হামলা করে। সে সময় এমন ঘটনা ঘটে থাকতে পারে।
সৌজন্যে: মানবজমিন