১১ জুন, ২০১৫: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই মহিলা ও চার শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনা নদীর প্রবল স্রোতের কারণে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মনপুরার কলাতলীর আবাসন ঘাট থেকে যাত্রী নিয়ে রামনেওয়াজের কাটাখালি ঘাট যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।
উদ্ধার করা মৃতদেহগুলোর পরিচয়- জেসমিন (২২), তার মেয়ে রুপা (৩), মিশু রণি (২), তানজু (৩), তহমিনা (৩) ও আয়েশা (৬৫)। সবার বাড়ি মনপুরায়। অপর দু’টি মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, প্রবল স্রোতের কারণে ট্রলারটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পরই নদীতে ডুবে যায়।
তিনি জানান, ট্রলার ডুবে যাওয়ার সময় নদীতে থাকা জেলেসহ অন্যরা কয়েকজনকে উদ্ধার করেছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। উদ্ধার করা লোকজনকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।