বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ভারতের ১ হাজার ৯৮৪ জন শহীদ সেনাকে সম্মাননা দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতীয় সেনা বাহিনীর সেই সব জওয়ানকে ভোলা সম্ভব নয়, যাঁরা বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। এর পরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সিদ্ধান্ত নিয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনা জওয়ানকে সম্মান জানানো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মাননার বিষয়টি তাকে জানাবেন। ভারতের সম্মতি পাওয়া গেলে হতে পারে সেই সম্মাননা প্রদান অনুষ্ঠানও।
কলকতার দৈনিক আজকাল পত্রিকা বুধবার এ খবর দিয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর ১৯৭১-এ বাংলাদেশ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে। একাত্তরের সেই মুক্তিযুদ্ধে কয়েক লাখ মুক্তিযোদ্ধার পাশাপাশি শহিদ হয়েছিলেন ১ হাজার ৯৮৪ জন ভারতীয় সেনা বাহিনীর জওয়ান। বাংলাদেশের স্বাধীনতার এই আন্দোলনে বিভিন্ন ভাবে সহায়তা করেছিলেন বেশ কয়েকটি দেশের বিশিষ্ট নাগরিকেরা। বিশিষ্টরা সম্মানিত হলেও যাঁরা বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে রক্ত ঝরিয়ে ছিলেন, প্রাণ দিয়েছিলেন, বিভিন্ন কারণে ভারতীয় সেনা বাহিনীর সেই সদস্যদের সম্মানিত করে উঠতে পারেনি বাংলাদেশ। এবার তাই সেই সব ভারতীয় সেনা, যাঁরা নিজেদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনকে সফল করেছিলেন, তাঁদের সম্মানিত করতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ।
আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়ার সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ভারতীয় সেনা বাহিনীর সেই সব জওয়ানকে ভোলা সম্ভব নয়, যাঁরা বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। এর পরই সেদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সিদ্ধান্ত নিয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ ১ হাজার ৯৮৪ জন ভারতীয় সেনা জওয়ানকে সম্মান জানানো হবে বাংলাদেশ সরকারের তরফে।
প্রতিবেদনে আরো বলা হয়, ৭ জুন ঢাকায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর হয়ে হাসিনার হাত থেকে সম্মান গ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ই নরেন্দ্র মোদিকে শহিদ ভারতীয় সেনা জওয়ানদের সম্মান জানানোর বিষয়ে বলবেন শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সূত্রে খবর, শহিদ ওই সেনা জওয়ানদের পরিবারের সদস্যরা ৪৪ বছর পর এখন ভারতের কোথায় থাকেন, তা জানা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাঁদের একত্রিত করা বাংলাদেশ সরকারের পক্ষে আরও কঠিন। তাই সাহায্য নেওয়া হবে ভারতীয় সেনা বাহিনীর। ভারতের প্রধানমন্ত্রীকে হাসিনা বলবেন সেই কথা। ভারত সরকারের সম্মতি থাকলে দিল্লিতে হতে পারে সেই সম্মান প্রদান অনুষ্ঠান। ভারতীয় সেনা বাহিনীর সহায়তায় ১ হাজার ৯৮৪ জন শহিদ জওয়ানের পরিবারের সদস্যদের একত্রিত করা হবে। ঠিক হয়েছে ওই শহিদ সেনাদের প্রত্যেকের পরিবারকে দেওয়া হবে একটি শংসাপত্র, স্মারক এবং কিছু উপহার। তাঁদের জন্যও কিছু করা যায় কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা করছে বাংলাদেশ সরকার। দিল্লিতে সেই সম্মান-অনুষ্ঠানে শহিদ সেনাদের পরিবারের সদস্যদের সম্মানিত করার ইচ্ছে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
London Bangla A Force for the community…
