আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লেটার অবশেষে পদত্যাগ করেছেন। মাত্র কয়েকদিন আগে ব্লেটার প্রেসিডেন্ট পদে পূনর্নিবাচিত হয়েছিলেন।
নিজের বিরুদ্ধে দুর্নীতি ও কেলেংকারির নানা অভিযোগ উঠার প্রেক্ষিতে ব্লেটার পদত্যাগে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফিফার অভ্যন্তরে ঘুষ গ্রহণ ও দূর্নীতির অভিযোগে গত সপ্তাহে সংস্থাটির সাতজন কর্মকর্তাকে আটক করা হয়।
ওই সাতজনকে সুইজারল্যান্ড থেকে আটক করা হয়। আটকরাসহ মোট ১৪ জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের একটি আদালতের মাধ্যমে অভিযুক্ত।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গত ১৭ বছর ধরে সংস্থাটির প্রধানের পদে থাকা ব্লেটার বলেন, যদিও তিনি আবার নির্বাচিত হয়েছেন তবু অনেকে এটা মেনে নিচ্ছেন না। তাই তিনি পদত্যাগ করলেন। শিগগিরই ফিফার বিশেষ কংগ্রেস আহবান করে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করা হবে।
London Bangla A Force for the community…
