বাংলাদেশ ক্রিকেট দলকে অবজ্ঞা করে পার্শ্ববর্তী দেশগুলোর তৈরী বিজ্ঞাপনগুলো দেখতে দেখতে হয়তো অনেকেরই চোখ সয়ে গেছে। তবে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর ভারত সিরিজকে সামনে রেখে আশ্চর্যভাবেই ইতিবাচকভাবে বিজ্ঞাপনে দেখানো শুরু করেছে ভারত। সেখানেও রয়েছে সূক্ষ্ম খোঁচা। প্রতিটি বিজ্ঞাপনেই বাংলাদেশকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ‘বাচ্চা আর বাচ্চা নেই’। এবার জবাবটা এলো বাংলাদেশের পক্ষ থেকে।
বিজ্ঞাপনটি তৈরি করেছে কোমল পানীয় কোম্পানি মোজো। বিজ্ঞাপনে দেখানো হয়েছে, কিভাবে একজন ভারতীয় একজন পাকিস্তানিকে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের কারণে উপহাস করছে। এরপর রাগান্বিত হয়ে পাকিস্তানিও বলছেন বাংলাদেশ গেলে ভারতেরও একই অবস্থা হবে।
সৌজন্যে: প্রিয়.কম
London Bangla A Force for the community…
