ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / (ভিডিও) ব্রিটেনের লিডসে বাংলাদেশী কমিউনিটি সেন্টারের নেতৃত্ব নিয়ে দু পক্ষের তান্ডব

(ভিডিও) ব্রিটেনের লিডসে বাংলাদেশী কমিউনিটি সেন্টারের নেতৃত্ব নিয়ে দু পক্ষের তান্ডব

ব্রিটেনের লিডসে বাংলাদেশী কমিউনিটি সেন্টারের নেতৃত্ব নিয়ে রীতিমতো যুদ্ধ হয়েছে ৩0 মে ২০১৫ শনিবার। পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মারধরের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ১৩ জনকে গ্রেফতার করেছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। ঘটনার একটি ভিডিও চিত্র ইউটিউব ও সোসাল মিডিয়ায় দেখেছেন প্রায় ১শ হাজারের বেশি মানুষ। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতিতে এক পক্ষ আরেক পক্ষের উপর চেয়ার ছুড়ে মারছেন। একে অন্যের শার্টের কলার চেপে ধরে কিলঘুষি মারছেন। এ ঘটনা নিয়ে রোববার সংবাদ শিরোনাম হয়েছে মূলধারার সংবাদপত্রগুলোতে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ধিক্কার জানিয়েছেন কমিউনিটির বিশিষ্টজনরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, লিডসের বাংলাদেশী কমিউনিটি সেন্টারের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে নীরব কোন্দল চলে আসছিলো লিডসের বাঙালী কমিউনিটিতে। একে কেন্দ্র করে শুক্রবার সেন্টারের পাশ্ববর্তী মসজিদেও একদফা ঝামেলা হয়েছে বলে জানা গেছে। শুক্রবারও মসজিদে পুলিশ ডাকা হয়েছিলো। শনিবার সেন্টারের এজিএমে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মিটিং চলাকালে কথা কাটাকাটির মাধ্যমে বিশৃঙ্খলার শুরু হয়। এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে পুলিশ ডাকা হয়। পুলিশের উপস্থিতিতেই চলে তাণ্ডব। সোসাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, পুলিশের উপস্থিতিতেই চলছে চেয়ার ছুঁড়াছুড়ি এবং কিলঘুষি। স্থানীয় কাউন্সিলর আরিফ হোসেইন জানিয়েছেন, এজিএম চলার সময় নেতৃত্ব নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে। ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি। লিডস বাংলাদেশী কমিউনিটি সেন্টারের প্রায় ৮শ ২ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। আফজল হোসেনের সভাপতিত্বে এজিএম প্রায় শেষ হওয়ার পথে এ বিশৃঙ্খলা সূত্রপাত হয়। আগামী বুধবার সেন্টারের নতুন কমিটি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
Watch the HD video here:

 

[Adverts]