ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / বিশ্বে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

বিশ্বে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

Hasina২৬ মে ২০১৫: মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তৈরি করা ২০১৫ সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ওঠে এসেছে। তিনি এই তালিকার ৫৯ নম্বরে অবস্থান করছেন।

ব্যক্তিগত ক্যারিয়ার, অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা এবং গণমাধ্যমে পারফরমেন্স বিবেচনায় এ তালিকা প্রণয়ন করেছে ফোর্বস ম্যাগাজিন৷ ফোর্বস ম্যাগাজিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী। বিভিন্ন রকম তালিকা প্রকাশের জন্য ফোর্বস প্রকাশনা বিখ্যাত। এসব দিক বিবেচনা করে প্রভাবশালী ম্যাগাজিনটি শেখ হাসিনাকে তালিকার ৫৯ নম্বরে রেখেছে। গত বছরের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ছিল ৪৭তম।

এদিকে ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাবান নারী হিসেবে রয়েছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা ম্যার্কেল। তিনি বিগত কয়েকবছর ধরে এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে আগামী বছর যদি হিলারি ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে নিশ্চিতভাবে ম্যার্কেলকে টপকে ফোর্বসের তালিকার শীর্ষস্থানে ওঠে আসবেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

অবশ্য ২০১৫ সালে ক্ষমতাধর নারী হিসেবে প্রথম না হলেও দ্বিতীয় অবস্থানে আছেন হিলারি ক্লিনটন।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেলিন্ডা গেটস বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় তৃতীয় হয়েছেন। মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন চতুর্থ এবং জেনারেল মোটরসের প্রধান নির্বাহী অফিসার মেরি বাররা পঞ্চম স্থানে আছেন।

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে রয়েছেন যথাক্রমে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিন লগার্দ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।

তালিকার অষ্টম, নবম এবং দশম স্থানটি অধিকার করেছেন যথাক্রমে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ, ইউটিউবের প্রধান নির্বাহী অফিসার সুশান ওজকিকি এবং মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা।