২৪ মে, ২০১৫: থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ায়ও অভিবাসীদের গণকবরের সন্ধান পাওয়া গেছে। তবে ঠিক কোন জায়গায় এ গণকবরের সন্ধান পাওয়া গেছে, তা এখনো স্পষ্ট করে জানায়নি পুলিশ। পুলিশ বলছে, আগামীকাল সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।ধারণা করা হচ্ছে, সেখানে কয়েকশো বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীর মৃতদেহ রয়েছে। খবর: রয়টার্স ও স্টার অনলাইন।
খবরে বলা হচ্ছে, থাইল্যান্ড সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় পার্লিস প্রদেশে প্রায় ৩০ টি বড় আকারের কবর পাওয়া গেছে যাতে শত-শত মানুষের মৃতদেহ রয়েছে। একটি কবর থেকে প্রায় ১০০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছে স্টার অনলাইন।
তবে জায়গাটি সীমান্তবর্তী শহর পেডাং বেসারের অশপাশে হবে বলেই ধারণা করা হচ্ছে। পুলিশের ফরেনসিক বিভাগের কয়েকটি দলকে ওই শহর থেকে আসতে দেখা গিয়েছে। সূত্রের বরাত দিয়ে স্টার অনলাইন জানায়, এখন পর্যন্ত এ গণকবর সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
পেডাং বেসারের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ পুলিশ কর্মকর্তার তথ্যমতে, এ জায়গাটি পাহাড়ি এলাকায়।
সপ্তাহখানেক আগে থাই জঙ্গলে এ রকম বেশ কিছু গণকবরের সন্ধানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাচারকারীরা এসব ক্যাম্পে অভিবাসীদের ভয়াবহ নির্যাতন করে, পুলিশ এ অভিযোগের সত্যতা পেয়েছে। অনেকে বলছেন, এসব ঘটনার সাথে থাই কর্তৃপক্ষও জড়িত। তাদের সম্মতি ছাড়া জঙ্গলে এত বড় বড় ক্যাম্প স্থাপন করা সম্ভব নয়। তবে ঠিক কোন পর্যায়ের কর্মকর্তারা এর সাথে জড়িত, সে সম্পর্কে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।