আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মোশারফ বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
বুধবার (১৩ মে) দুপুরে সংঘটিত সংঘর্ষে আহত হন মোশাররফ। তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত অন্যদের মধ্যে বাদল এবং ফয়সাল নামে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। [Adverts]
London Bangla A Force for the community…
