৯ মে ২০১৫: সকল জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশে চালু হচ্ছে বিনামূল্যে ইন্টারনেট। ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজির প্রকল্পের মাধ্যমে এ সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার প্রকল্পটির সঙ্গে জড়িতরা জানান, রোববার থেকে বাংলাদেশে বিনামূল্যের এই ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনা করা হয়েছে।
ইন্টারনেট ডট ওআরজির হলো ডাটা খরচ ছাড়াই নির্দিষ্ট কিছু কনটেন্ট ব্যবহারের নতুন একটি ধারণা। যেখানে জিরো ফেইসবুক আর জিরো উইকিপিডিয়ার সঙ্গে কনটেন্ট সেবা দাতাকে যুক্ত করে ইন্টারনেট সেবা দেয়া হয়।
বাংলাদেশে ফেইসবুকের এই প্রকল্পে ইতিমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি।
বাংলাদেশে এ প্রকল্পে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট বিনামূল্যে পাওয়া যাবে। ধারাবাহিক ভাবে সব সেবা সাইট ও গুরুত্বপূর্ন নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে। ওআরজি অ্যাপ ও কম্পিউটারের কোনো ডাটা খরচ ছাড়াই বিনামূল্যে এসব ওয়েবসাইট ও কনটেন্টের বিস্তারিত পাওয়া যাবে।
চলতি বছর ফেব্রুয়ারিতে ডিজিটাল ওয়ার্ল্ড এ সর্বপ্রথম বাংলাদেশে এই বিনামূল্যে ইন্টারনেট চালুর আলোচনা গুরুত্ব পায়। তখন বিশ্বের আরো কয়েকটি দেশের মতো বাংলাদেশেও ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন ফেইসবুকের কর্মকর্তা আঁখি দাস।
বাংলাদেশে বিনামূল্যের ইন্টারনেট চালু করতে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন সময় সমস্যার সমাধানে সরাসরি ভূমিকা রয়েছে প্রতিমন্ত্রীর। অবশেষে ১০মে থেকে প্রকল্পটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা দিতে ইন্টারনেট ডট ওআরজি প্রতিষ্ঠা করেন। এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছানোই মূল লক্ষ্য। ইতিমধ্যে এ প্রকল্প তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে শুরু হয়েছে।