ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / নেপালকে ৬০ কোটি টাকা দান করলেন রোনালদো

নেপালকে ৬০ কোটি টাকা দান করলেন রোনালদো

ronaldo৯ মে ২০১৫: বরাবরই মানুষের দুর্দশায় এগিয়ে আসা রোনালদোর কানে পৌঁছে গেছে নেপালের ভয়াবহ ভূমিকম্পের খবর। নেপালের দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ তারকা। দান করেছেন ৫ মিলিয়ন পাউন্ড (৭ মিলিয়ন ইউরো)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকার সমান।
গত ২৫ এপ্রিলের প্রলয়ংকরী ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ ঘর-বাড়ি। সহায়-সম্বলহীন হয়ে নিদারুণ সংকটে দিন কাটাচ্ছে অজস্র মানুষ। ঘটনাটি এমনিতেও নাড়া দিয়ে গেছে বিশ্বের কোটি মানুষের মনে। সারা পৃথিবী থেকেই ক্ষতিগ্রস্ত নেপালের পাশে এসে দাঁড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রোনালদোও এগিয়ে এলেন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর মাধ্যমে এই অর্থ সহায়তা করছেন বলে জানা গেছে।
রোনালদোর মহানুভবতা অবশ্য এটাই নতুন নয়। কেবল নিয়মিত রক্তদান করেন বলে কখনোই উল্কি আঁকান না। তাতে রক্তদানে অসুবিধা হয়। অথচ ট্যাটু আঁকানো ফুটবলারদের কাছে নেশার মতো। এখান থেকেও অন্য এক রোনালদোর খোঁজ ​মেলে। এছাড়া ফিলিস্তিনের গাজায় শিশুদের জন্যও ২০১২ সালে ১.৫ মিলিয়ন পাউন্ড দান করেন। ২০০৪-এর সুনামির পরেও দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছিলেন তিনি। ভক্তদেরও অনুরোধ করেছিলেন সামর্থ্য মতো সহায়তা করতে। সুনামির ঝড়ে আক্রান্ত এক ছোট্ট শিশুর গায়ে তাঁর সাত নম্বর জার্সি পরা ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর রোনালদো এগিয়ে আসেন। সূত্র: মেইল অনলাইন