ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / টিউলিপের আসনে কেন্দ্রে কেন্দ্রে আ’লীগ বিএনপির নেতাকর্মী!

টিউলিপের আসনে কেন্দ্রে কেন্দ্রে আ’লীগ বিএনপির নেতাকর্মী!

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থীদের মধ্যে সবচাইতে আলোচিত নাম হচ্ছে লেবার দলীয় প্রার্থী টিউলিপ সিদ্দিকী। দলীয় নমিনেশন পাওয়ার আগ থেকেই একটি পক্ষ বিরোধীতা করে আসছে। সব বাঁধা অতিক্রম নির্বাচনের দিন পর্যন্তও বিরোধীতা চলছে। ব্রিটেনে যে কয়জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন তাদের প্রায় সকলেই একবাক্যে বাংলাদেশী হিসেবে সমর্থন পেলেও টিউলিপ সিদ্দিকী তা আদায়ে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশী অনেক ভোটার মনে করেন টিউলিপ সিদ্দিকীর জন্য যুক্তরাজ্য আওয়ামীলীগ তথা বাংলাদেশ থেকে এসে অনেক সিনিয়র নেতা ক্যাম্পেইনে যোগ দেয়ার কারনেই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতারা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে বিরোধী করতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন, টিউলিপ হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে, তাদের পরিবারে হাজার হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে। এমন একটি পরিবারের কাউকে ব্রিটিশ রাজনীতিতে প্রবেশ করতে দেয়া যায়না। অপরদিকে আওয়ামী পন্থীদের কথা হচ্ছে টিউলিপ সিদ্দিকী হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনী। তিনি তার যোগ্যতায় লেবার পার্টি থেকে নমিনেশন পেয়েছেন। তিনিও বঙ্গবন্ধুর মত জাতির মুখ উজ্জ্বল করবেন। তাই তাকে সমর্থন সকলের কর্তব্য।

এদিকে আজ সকাল থেকে টিউলিপের পক্ষে বিপক্ষে শত শত আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের প্রচারনা করতে দেখা গেছে। অনেকে তা আবার ফেইসবুকেও আপলোড করেছেন। জানাগেছে অভিনেত্রী গ্ল্যান্ডা জ্যাকশন ১৯৯২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত হ্যাম্পস্টেড এন্ড হাইগেইটের এমপি ছিলেন। বয়সের কারণে মিসেস জ্যাকশন এবার এমপি প্রার্থী হননি। এবারের নির্বাচনে লেবারপাটির প্রায় ২৪ জন বর্তমান এমপি প্রার্থী হননি। কেমডেনের অপর নির্বাচনী আসন হলবর্ন এন্ড সেন্টপ্যানক্রাস আসনের বর্তমান এমপি ফ্র্যাঙ্ক ডবসনও তাদের একজন। ১৯৮৩ সালে এ আসন গঠিত হওয়ার পর থেকেই তিনি এ আসনে লেবার পার্টির এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। বাঙালী অধ্যুষিত এ আসনে বাঙালী বান্ধব ফ্র্যাঙ্ক ডবসনের বদলে কোনো বাঙালী প্রার্থী হবেন এমনটাই আশা করা হয়েছিলো। আর এক্ষেত্রে টিউলিপ সিদ্দিক এবং নাসিম আলী এমবিইর নাম শোনা যাচ্ছিলো। কেমডেন কাউন্সিলে ইতোমধ্যেই দুজনে দুটি ইতহাস গড়েছেন। টিউলিপ হলেন কেমডেন কাউন্সিলে প্রথম বাঙালী মহিলা কাউন্সিলর। ২০১০ সালের মে মাসের নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৪ সালের ২২শে মে পর্যন্ত রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের জুলাই মাসে দলের এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পাবার আগ পর্যন্ত কাউন্সিলের কালচারাল লিড মেম্বার ছিলেন তিনি। টিউলিপ এবার বৃটিশ পার্লামেন্টে গ্লান্ডা জেকশনের স্থানটি টিউলিপ দখল করে নিবেন এমনটা নিশ্চিত করতে চাইছেন তার সমর্থকরা। ব্যাপারটি নিশ্চিত করবেন ভোটাররা। আর জানা যাবে আজ রাতেই ।

source: LondonBanglaBD24

4 comments

  1. কিছু সংখ্যক মানুষের জন্য পৃথিবী আজ লজ্জিত।

  2. কিছু সংখ্যক মানুষের জন্য পৃথিবী আজ লজ্জিত।

  3. লাজহীন মানুষের চেয়ে রাস্তার বেওয়ারীশ কুকুর’ই শ্রেয়।জুলুম অত্যাচার , খুন গুম ,লোভ লালসা,চরিত্র হরন,বেহায়াপনা অনৈতিকতা ইত্যাদী সব মানুষের কাজনা ,হতে পারে আওয়ামী+ছাত্রলীগের জগন্য এ চরিত্রটি।

  4. লাজহীন মানুষের চেয়ে রাস্তার বেওয়ারীশ কুকুর’ই শ্রেয়।জুলুম অত্যাচার , খুন গুম ,লোভ লালসা,চরিত্র হরন,বেহায়াপনা অনৈতিকতা ইত্যাদী সব মানুষের কাজনা ,হতে পারে আওয়ামী+ছাত্রলীগের জগন্য এ চরিত্রটি।