বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগার থেকে ঢাকায় স্নানান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা ৪০মিনিটে কাশিমপুর কাশিমপুর কারাগার-২ থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হয়।
জেল সুপার প্রসান্ত কুমার বনিক জানান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আইবিএস, হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন তিনি। সকালে হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্নানান্তর করা হয়েছে। ওই হাসপাতাল কতৃপক্ষ তাকে তাদের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দিতে পারেন নইলে তাকে কাশিমপুর কারাগারেও রাখতে পারেন।
এদিকে মির্জা ফখরুলকে চার মামলায় জামিন হলেও তিনটিতে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার গাড়ি পোড়ানোসহ ৭৬ মামলার আসামি হয়ে প্রায় চার মাস ধরে কাশিমপুর কারাগারে অন্তরীণ ছিলেন। [Adverts]