কারা কর্তৃপক্ষের অবহেলায় দলের সহ-সাংগঠনকি সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রবিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষের অবহেলায় নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যুর সংবাদ শুনে ভেঙে পড়েছি। তিনি আমাদের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন।’
রিপন বলেন, ‘আদালতের নির্দেশ অমান্য করে পিন্টুকে রাজশাহী কারাগারে নেওয়া হয়েছে। এটাকে সহজভাবে নেওয়া যায় না।’
London Bangla A Force for the community…
