হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি বুকের ব্যথা অনুভব করেন। এ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২০মিনিটে মারা যান তিনি।
বিডিআর বিদ্রোহ মামলায় পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। বর্তমানে সেই মামলায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টু।
London Bangla A Force for the community…
